ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচন আয়োজন সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। এর ফলে ডাকসু নির্বাচনের ওপর থেকে আইনগত বাধা সরে গেল এবং নির্বাচন আয়োজনের পথ খুলে গেল।
সোমবার (১ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এই স্থগিতাদেশ দেন।
আদেশে বলা হয়, হাইকোর্টের নির্দেশে ডাকসু নির্বাচন নিয়ে যে বাধা সৃষ্টি হয়েছিল, তা আপাতত কার্যকর নয়। ফলে বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলে এখন ডাকসু নির্বাচন আয়োজন করতে পারবে।
এর আগে গত সপ্তাহে হাইকোর্ট একটি রায়ে ডাকসুর গঠনতন্ত্র সংশোধন না করা পর্যন্ত নির্বাচন স্থগিত রাখার নির্দেশ দিয়েছিল। সে আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আবেদনের শুনানি নিয়ে চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করেন এবং বিষয়টি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন।
বিশ্ববিদ্যালয়ের আইনজীবীরা বলছেন, এখন নির্বাচন অনুষ্ঠানে আর কোনো আইনগত বাধা নেই। বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলে শিগগিরই নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে।
এদিকে এই আদেশে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। যারা ডাকসু নির্বাচনের পক্ষে ছিলেন, তারা এই রায়কে ইতিবাচক হিসেবে দেখছেন। অন্যদিকে কিছু সংগঠন গঠনতন্ত্র সংশোধনের দাবি অব্যাহত রাখার কথা জানিয়েছে।