এশিয়া কাপ হকিতে বড় ব্যবধানে জিতল বাংলাদেশ

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

এশিয়া কাপ হকির ২০২৫ সালের আসরে একদম শেষ মুহূর্তে ডাক পায় বাংলাদেশ। তবে স্বল্প প্রস্তুতিতে টুর্নামেন্টে অংশ নিয়ে শুরুটা ভালো হয়নি বাংলাদেশ হকি দলের। নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী মালয়েশিয়ার বিপক্ষে শুরুতে এগিয়ে গিয়েও ৪-১ গোলের বযবধানে হেরেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচেই চাইনিজ তাইপেকে ৮-৩ গোলের বড় ব্যবধানে হারিয়েছে আশরাফুল ইসলামরা।

শনিবার (৩০ আগস্ট) ভারতের রাজগিরের বিহার স্পোর্টস হকি স্টেডিয়ামে বি গ্রুপের ম্যাচে দ্বিতীয় কোয়ার্টার পর্যন্ত বাংলাদেশের সঙ্গে লড়াই করলেও এরপর থেকে ম্রিয়মাণ তাইপে। আশরাফুল- রেজাউলদের দাপটের সামনে দাঁড়াতেই পারেনি। মোহাম্মদ আব্দুল্লাহ, আশরাফুল ইসলাম ও রাকিবুল ইসলাম জোড়া গোল করে দলকে বড় জয় উপহার দিয়েছেন।

ম্যাচের চতুর্থ মিনিটেই মোহাম্মদ আব্দুল্লাহ গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন। তবে ১০ ও ১৮ মিনিটে টানা দুই গোল করে লিড নেয় চাইনিজ তাইপে। পিছিয়ে পড়ে ২৬ মিনিটে রাকিবুল ইসলামের ফিল্ড গোলে বাংলাদেশ সমতায় ফিরে। তৃতীয় কোয়ার্টার থেকে বাংলাদেশ অপ্রতিরোধ্য। ৩৬ মিনিটে সোহানুর রহমান সবুজ পেনাল্টি কর্নার থেকে গোল করেন। ৪২ মিনিটে রাকিবুল ইসলাম জোড়া গোল করে চাইনিজ তাইপেকে ছিটকে দেন।

তিন মিনিট পর আশরাফুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে দলকে ষষ্ঠ গোল উপহার দেন। ৫৬ মিনিটে অধিনায়ক রেজাউল ইসলাম বাবু পেনাল্টি কর্নার থেকে আরও একটি গোল উপহার দেন। দুই মিনিট পর আশরাফুল ইসলাম দলের হয়ে অষ্টম গোল করেন। খেলার শেষ মিনিটে চাইনিজ তাইপে তৃতীয় গোল করে পরাজয়ের ব্যবধান কমায়।

এশিয়া কাপে এবার বাংলাদেশের গ্রুপে রয়েছে মালয়েশিয়া, চায়নিজ তাইপে ও পাঁচবারের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া। র‍্যাঙ্কিংয়ে মালয়েশিয়া ১২তম, দক্ষিণ কোরিয়া ১৩তম, বাংলাদেশ ২৯তম। বাংলাদেশের থেকে পিছিয়ে শুধু চায়নিজ তাইপে, তারা ৩৮তম অবস্থানে।

১৯৮২ সালে শুরু হওয়া এই টুর্নামেন্টে বাংলাদেশ এখন পর্যন্ত ১১বার অংশ নিয়েছে। এশিয়া কাপের এবারের আসরে বাংলাদেশের অংশ নেওয়ার কথা ছিল না। নিরাপত্তজনিত কারণ দেখিয়ে পাকিস্তান নাম প্রত্যাহার করে নিলে জায়গা পায় বাংলাদেশ।

বাংলাদেশের পরের ম্যাচে ১ সেপ্টেম্বর লড়বে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। পরের রাউন্ডে যেতে হলে সেই ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com