বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, বাংলাদেশে সমসাময়িক রাজনৈতিক যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে জনগণের একটাই দাবি। যদি শেখ মুজিব হত্যার আসামিকে ভারত থেকে এনে মৃত্যুদণ্ড কার্যকর করতে পারে। তাহলে এই অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের প্রত্যাশা শেখ হাসিনার বিরুদ্ধে ইতিমধ্যে অনেকগুলো মামলা দায়ের হয়েছে। যেহেতু বাংলাদেশের সাথে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে। তাই অবিলম্বে শেখ হাসিনাকে এনে আইনের আওতায় বিচার করা।
শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে জাতীয়তাবাদী মোটরচালক দলের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
চলমান বন্যা পরিস্থিতিতে বন্যা কবলিত সকলের জন্য দোয়া প্রার্থনা করে বিএনপি নেতা বলেন, হিন্দুস্তানের পানি ছেড়ে দেওয়ায় বাংলাদেশের অনেক গ্রাম আজ বন্যায় ভেসে গেছে। যার ফলে সারা বাংলাদেশে বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকার অসংখ্য নারী-পুরুষ শিশু। আমরা তাদের জন্য দোয়া করি। মহান আল্লাহ তা’আলা যেন আমাদেরকে অতি দ্রুত এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য তৌফিক দান করুন।
জয়নাল আবদিন ফারুক বলেন, গত ৫ই আগস্ট বাংলাদেশে একটি ইতিহাস সৃষ্টি করেছে আবু সাঈদ, খোকন, মুগ্ধসহ অসংখ্য ছাত্র। জনগণের রক্তের বিনিময়ে আজকে যে সরকার এসেছে আমরা তাদের জন্য দোয়া করি।
তিনি আরো বলেন, আমাদের নেতা শহীদ জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান বলেছেন আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চাই এমন একটি ভোটে। যে ভোট মৃত ব্যক্তিরা দিবে না। যে ভোটে সন্ত্রাস হবে না। যেই ভোট দ্বারা বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন হবে। আমার ভোট আমি দিতে পারবো। এমন একটি নির্বাচনের মধ্যে দিয়ে তারেক রহমান ক্ষমতায় আসতে পারে। সে ব্যবস্থা করে দেওয়ার জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানাচ্ছি।
দেশে নির্বাচন পরিচালনা করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে বিএনপি’র পক্ষ থেকে কেমন সময় দেওয়া হতে পারে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিএনপিকে নেতা বলেন, এ আন্দোলন সংগ্রামে ছাত্র-জনতার অবদান অবিস্মরণীয়। এবং আমাদের দলের স্থায়ী কমিটির বিজ্ঞ নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয় করেই রাষ্ট্র পুনর্গঠনের কাজ চলছে। অতএব তত্ত্বাবধায়ক সরকারকে কতদিন সময় দিবে বা নির্বাচন কখন দাবি করবে এটা তারাই সিদ্ধান্ত নিবেন।
জাতীয়তাবাদী মোটর চালক দলের সভাপতি সেলিম রেজা বাবুর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান। এছাড়াও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।