সৌদি আরব পৌঁছেছেন ৬৭ হাজার হজযাত্রী, আরও ১ জনের মৃত্যু

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ৭ জুন, ২০২৪

পবিত্র হজ পালনের জন্য এ পর্যন্ত ৬৭ হাজারের কিছু বেশি সংখ্যক বাংলাদেশি সৌদি আরব পৌঁছেছেন। এদিকে দেশটিতে আরও একজন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিটে হজ ব্যবস্থাপনা পোর্টালের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিনে জানানো হয়, বৃহস্পতিবার পর্যন্ত সর্বমোট ৬৭ হাজার ১৩৮ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী চার হাজার ৫৫০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৬২ হাজার ৫৮৮ জন।

হজযাত্রীদের নিয়ে এ পর্যন্ত সৌদি আরব গেছে ১৭২টি ফ্লাইট। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৯০টি, সৌদি এয়ারলাইন্সের ৫৬টি, ফ্লাইনাস এয়ারলাইন্সের ২৬টি।

বুলেটিন থেকে জানা গেছে, গত বৃহস্পতিবার সৌদি আরবে একজন হজযাত্রী মারা গেছেন। তার নাম এসকে আরিফুল ইসলাম (৫৭), পাসপোর্ট নম্বর ই০০১১১৯০৫।

সৌদি আরবে এ পর্যন্ত মোট ১২ জন হজযাত্রী মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ১১ ও নারী একজন। মৃত হজযাত্রীদের মধ্যে মক্কায় নয়জন, মদিনায় তিনজন মারা গেছেন।

এ বছর সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীর কোটা ৪৫৬২ এবং বেসরকারি হজযাত্রীর কোটা ৮০ হাজার ৬৯৫। তাদের শতভাগ ভিসা সম্পন্ন হয়েছে। এবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ২৫৯টি।

হজযাত্রীদের নিয়ে সৌদি আরবে যাত্রার ফ্লাইট শুরু হয় ৯ মে। শেষ ফ্লাইট যাবে ১০ জুন। এরপর হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ২০ জুন। ২২ জুলাই শেষ ফিরতি ফ্লাইট দেশে আসবে।

উল্লেখ্য, সৌদি আরবে বৃহস্পতিবার পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com