ঝিনাইদহ-৪ আসনের নিখোঁজ সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মরদেহ পাওয়া গেছে পশ্চিমবঙ্গের কলকাতার নিউটাউনে। চিকিৎসার জন্য ভারত গিয়ে তিনি নিখোঁজ হন। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে ২ জনকে।
বুধবার (২২ মে) সকালে কলকাতার নিউটাউন এলাকার সঞ্জিভা গার্ডেনের একটি ফ্ল্যাট থেকে সংসদ সদস্য আনোয়ারুল আজীমের মরদেহ উদ্ধার করে কলকাতা পুলিশ। তিনবারের সংসদ সদস্য ছিলেন আওয়ামী লীগ নেতা আনোয়ারুল আজিম। কে বা কারা তাকে হত্যা করেছে তার তদন্তে নেমেছে পুলিশ।
গত ১১ মে তিনি চিকিৎসার জন্য ভারতে যান। এরপর তিনদিন ধরে তার সাথে যোগাযোগ করতে পারছিলো না স্বজনরা। পরে মহানগর গোয়েন্দা পুলিশের দপ্তরে যোগাযোগ করেন তার মেয়ে। তারপর থেকেই দেশের গোয়েন্দারা এ বিষয়ে খোঁজখবর শুরু করেন।