স্কুল চত্ত্বরের ভেতরে থাকা ড্রেন থেকে একটি শিশুর মরদেহ উদ্ধারের পর ওই স্কুলে আগুন দিয়েছে বিক্ষুদ্ধ জনতা। রাস্তা–ঘাট অবরোধ করে বিক্ষোভ করছে তারা। ভারতের বিহার রাজ্যের পাটনায় এ ঘটনা ঘটেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মৃত শিশুটির বয়স তিন বছর। সে স্কুল থেকে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা স্কুলে খুঁজতে আসেন। কিন্তু স্কুল কর্তৃপক্ষ তাদের সঠিক তথ্য দিতে পারেনি।
পরে শিশুটির অভিভাবকেরা স্কুল চত্ত্বরে খোঁজাখুজি শুরু করার এক পর্যায়ে স্কুলের ড্রেনের ভেতর শিশুকে মৃত অবস্থায় খুঁজে পায়।
এরপর মুহূর্তে খবরটি এলাকায় ছড়িয়ে পড়ে এবং স্থানীয় বিক্ষুব্ধ জনতা স্কুলে আগুন ধরিয়ে দেয়। তারা স্কুলের বাইরের সড়কে বিক্ষোভ শুরু করে। কয়েকটি গাড়িও ভাংচুর করে তারা। শিশুটির মৃত্যুর সঠিক বিচার দাবি করেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ যায়। পাটনা পুলিশের পরিদর্শক চন্দ্র প্রকাশ বলন, ‘শিশুটিকে স্কুলে প্রবেশ করতে দেখা গেছে, কিন্তু বের হতে দেখা যায়নি।’
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘আমরা সিসিটিভির ফুটেজ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ফুটেজে দেখা গেছে, শিশুটি স্কুলে প্রবেশ করেছে। কিন্তু বের হয়নি।’
এ ব্যাপারে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি। চন্দ্র প্রকাশ বলেন, বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।