নো মেসি, নো পার্টি এটি আর্জেন্টাইন সংবাদমাধ্যমের হেডলাইন। দেশটির বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির ভক্তরা যদিও ইতোমধ্যে বিষয়টি বুঝে গিয়েছেন। চোটের কারণে ইন্টার মায়ামির হয়ে মাঠে নামতে পারেননি এই তারকা ফরোয়ার্ড। ফলে টানা পাঁচ জয়ের পর আমেরিকান মেজর লিগ সকারে (এমএলএস) ফ্লোরিডার ক্লাবটির জয়রথও থামল। এর আগের ম্যাচেও হাঁটুর চোট নিয়ে পুরো ম্যাচ খেলেছিলেন মেসি, যা কোপা আমেরিকার আগে আলবিসেলেস্তেদের জন্য ভাবনার কারণ হতে পারে!
মেসিবিহীন ম্যাচে আজ (বৃহস্পতিবার) ওরল্যান্ডো সিটির বিপক্ষে খেলতে নেমেছিল মায়ামি। ম্যাচটি শেষ হয়েছে গোলশূন্য, ০–০ সমতায়। যদিও ম্যাচটিতে ডেভিড বেকহ্যামের ক্লাবের হয়ে নেমেছিলেন লুইস সুয়ারেজ, সার্জিও বুসকেটসসহ আগের ম্যাচের একাদশে থাকা বাকি ফুটবলাররা। যদিও দ্বিতীয়ার্ধে ৬৩তম মিনিটে উরুগুইয়ান তারকাকে তুলে নেন কোচ জেরার্দো টাটা মার্টিনো।
মৌসুমে মায়ামির প্রথম গোলশূন্য ড্র এটি। ওরল্যান্ডোর বিপক্ষে গেল মার্চে নিজেদের ঘরের মাঠে মায়ামি জিতেছিল ৫-০ গোলে। সেই ম্যাচে মেসি করেছিলেন জোড়া গোল। আজ মেসির অভাবটা ভালোই টের পাওয়া গেছে মায়ামির আক্রমণভাগে। পুরো ম্যাচে মাত্র ৩টি শট লক্ষ্যে রাখতে পারে জেরার্দো মার্টিনোর দল।
মেসি না থাকলেও, মায়ামির একাদশে এদিন তিন আর্জেন্টাইন খেলেছেন। যদিও কিছুটা চোটের অস্বস্তি নিয়ে মাঠ ছেড়েছেন টমাস আভিলেস। এ ছাড়া নিকোলাস ফ্রেইরে ও ফ্রাঙ্কো নেগ্রি ছিলেন শুরুর একাদশে। এমএলএসের প্লে–অফে ওঠার দৌড়ে পরবর্তী ম্যাচে ডিসি ইউনাইটেডের বিপক্ষে খেলবে মায়ামি। ধারণা করা হচ্ছে– ওই ম্যাচ দিয়ে মেসি ফের ক্লাবের জার্সি গায়ে তুলবেন।
এর আগে শনিবার সিএফ মন্ট্রিলের বিপক্ষে দলের ৩-২ গোলে জয়ের ম্যাচে ৪০তম মিনিটে ফাউলের শিকার হওয়ার পর হাঁটু চেপে ধরে রাখতে দেখা যায় মেসিকে। যদিও ম্যাচের বাকি সময়ে খেলেন ৩৬ বছর বয়সী ফরোয়ার্ড। ম্যাচটিতে তিনি গোল না পেলেও, নিজের উপস্থিতি জানান দিয়েছেন বেশ কয়েকবার। মেন ইন পিঙ্কদের জার্সিতে চলতি মৌসুমের শুরু থেকেই ফর্মে আছেন মেসি। এপ্রিলে ৪ ম্যাচে ৬ গোল করে জিতেছেন মাসসেরার পুরস্কার। চলতি মৌসুমের ৯ ম্যাচে করেছেন ১০ গোল ও ১২ অ্যাসিস্ট।
আজকের ম্যাচে ড্র করলেও, এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে মায়ামি। তাদের চেয়ে এক পয়েন্ট কম (২৭) নিয়ে এরপরই অবস্থান সিনসিনাটির।