চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে মাঠে নেমেছিল আতলেতিকো মাদ্রিদ। ঘরের মাঠে শুরু থেকেই সফরকারীদের চেপে ধরেছিল আতলেতিকো। ফলে শুরুর দিকেই এগিয়ে গিয়েছিল দিয়েগো সিমিওনের শিষ্যরা। তবে রক্ষণের ভুল এড়িয়ে প্রত্যাবর্তনের গল্প লিখতে পারতো ডর্টমুন্ড।
বুধবার (১১ এপ্রিল) ওয়ান্দা মেত্রোপলিতানোয় প্রথম লেগে ২-১ গোলের পরাজয় নিয়ে মাঠ ছেড়েছে ডর্টমুন্ড।
ঘরের মাঠে শুরুতেই ডর্টমুন্ডকে চেপে ধরে আতলেতিকো। এতে ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিক দল। তবে এজন্য সফরকারীদের রক্ষণভাগই দায়ী।
গোলরক্ষকের দেওয়া পাস চাপে নাগালে রাখতে পারেননি ইয়ান মাটসেন। সুযোগ লুফে নিয়ে দলকে এগিয়ে দেন বিশ্বকাপজয়ী তারকা রদ্রিগো ডি পল।
এরপর পিছিয়ে পড়ে বলের ওপর নিয়ন্ত্রণ বাড়ায় সফরকারীরা। বিপরীতে একের পর এক আক্রমণ করে আতলেতিকো। ম্যাচের ২৫ মিনিটের মধ্যেই ৭টি শট নেয় সিমিওনের শিষ্যরা; যার তিনটিই লক্ষ্যে ছিল।
প্রবল আক্রমণের একপর্যায়ে দ্বিতীয় গোলেরও দেখা পায় স্বাগতিকরা। ম্যাচের ৩২তম মিনিটে আতোয়া গ্রিজমানের বাড়িয়ে দেওয়া পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন স্যামুয়েল লিনো।
বিরতি থেকে ফিরে বেশ কয়েকটি আক্রমণ শাণায় ডর্টমুন্ড। তবে কাঙ্ক্ষিত গোল পেতে ব্যর্থ হয় তারা।
এরপর ম্যাচের ৮১তম মিনিটে ডর্টমুন্ডের হয়ে গোল করে ব্যবধান কমান ক্যানসারজয়ী ফুটবলার সেবাস্তিয়ান হলার। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে আতলেতিকো।