সাভারের আশুলিয়ায় বাড়তি ভাড়া নিয়ে বাগবিতণ্ডার জেরে যাত্রীদের মারধরে চালক ও কন্ডাক্টরের মৃত্যু হয়েছে বলে যে তথ্য এসেছিল সেটি সঠিক নয়। ওই দুজনের মৃত্যু হয় অন্য এক বাসের চাপায়। ‘যাত্রীদের মারধরে মৃত্যু’র মিথ্যা গল্প সাজান চালকের সহকারী। ঘটনার সময় তিনি সেই বাসের চালকের আসনে ছিলেন।
বুধবার (১০ এপ্রিল) সকালে ঢাকা জেলা উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি এ তথ্য জানান।
তিনি বলেন, বাস ভাড়াকে কেন্দ্র করে তর্কাতর্কির জেরে যাত্রীরা চালক ও কন্ডাক্টরকে পিটিয়ে হত্যা করেন বলে দাবি করেছিলেন বাসের হেলপার আব্দুর রহমান। কিন্তু ঘটনা আসলে তা নয়। মূলত নিজেকে বাঁচাতে এমন নাটক সাজিয়েছিলেন চালকের সহকারী।
এ পুলিশ কর্মকর্তা জানান, ঘটনার সময় তাদের চাপা দেওয়া ইতিহাস বাসের চালকের আসনে বসে ছিলেন হেলপার আব্দুর রহমান। বাসের চালক ও কন্ডাক্টরের মধ্যে একজন দরজার পাশে নিচে দাঁড়ানো ছিলেন। অপর জন ছিলেন বাসের দরজায়। এসময় মা-বাবার দোয়া পরিবহনের একটি বাস বাম পাশে প্রবেশ করে। এটি দেখে ইতিহাস বাসকেও আরেকটু ডানে চাপিয়ে দেন চালকের অঅসনে থাকা সহকারী। ফলে দুই বাসের মধ্যে চাপা পড়েন ইতিহাস বাসের চালক ও কন্ডাক্টর।
পরে পুলিশের এক সদস্য ওই দুই ব্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার করে গাজীপুরের শেখ ফজিলাতুন্নেছা হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেন।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, মূলত এ ঘটনায় হেলপার আব্দুর রহমান নিজেকে শাস্তির হাত থেকে বাঁচাতে সাংবাদিক ও পুলিশের কাছে ভাড়া নিয়ে তর্কের নাটক সাজান। পরে পুলিশ সুরতহাল করে দেখে নিহতদের একজনের মাথায় আঘাত এবং অপরজনের বুকে আঘাত। তাদের শরীরে ১০/১৫ জনের মারধরের কোনো আঘাত নেই। পরে সন্দেহ হলে পুলিশ তদন্তে নামে এবং হেলপার আব্দুর রহমানকে জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসে।
এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। দোষীদের আইনের আওতায় আনা হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
গত সোমবার (৮ এপ্রিল) দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের ডিইপিজেডের সামনে এ ঘটনা ঘটে। এতে ইতিহাস বাসের চালক সোহেল রানা বাবু (২৬) ও কন্ডাক্টর হৃদয়ের (৩০) মৃত্যু হয়।