ইসরায়েলে পণ্য রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তুরস্ক। দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
গতকাল মঙ্গলবার তুরস্কের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, গাজায় যুদ্ধবিরতির না হওয়া পর্যন্ত ইসরায়েলে পণ্য রফতানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় বিভিন্ন শ্রেণির ৫৪টি পণ্য রয়েছে।
তবে কবে থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে, তা জানায়নি তুরস্ক। বিবৃতিতে বলা হয়েছে, শিগগিরই এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।
এর আগে ফিলিস্তিনের গাজায় উড়োজাহাজ থেকে ত্রাণ ফেলতে ইসরায়েলের প্রতি অনুরোধ জানিয়েছিল তুরস্ক। কিন্তু ইসরায়েলে সেই অনুরোধে সাড়া দেয়নি। তখন ক্ষুব্ধ তুরস্ক জানিয়েছিল, তারা ইসরায়েলের বিরুদ্ধে শিগগিরই পদক্ষেপ নেবে। ধারণা করা হচ্ছে, তুরস্কের অনুরোধ প্রত্যাখ্যানের বিরুদ্ধে পদক্ষেপ হিসেবে ইসরায়েলে পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা দিল তুরস্ক সরকার।
তুরস্কের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিষেধাজ্ঞার আওতায় থাকা পণ্যের মধ্যে লোহা ও স্টিলের পণ্য রয়েছে। এ ছাড়া বিভিন্ন ধরনের যন্ত্রাংশও রয়েছে।
গত বছরের অক্টোবরে গাজায় নৃশংস হামলা শুরু করে ইসরায়েল। তখন থেকেই ইসরায়েলের প্রতি নিন্দা জানিয়ে আসছে তুরস্ক। তবে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করেনি। ইসরায়েল–হামাস যুদ্ধ শুরুর পর এবারই প্রথম বাণিজ্য নিষেধাজ্ঞা দিল তুরস্ক।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ছয় মাসের যুদ্ধে ৩৩ হাজারেরও বেশি ফিলিস্তিতিন নিহত হয়েছে। নিহতদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। অন্যদিকে ইসরায়েল দাবি করেছে, হামাসের হাতে ইসরায়েলের ১ হাজার ২০০ জন ইসরায়েলি নিহত হয়েছে।