শিরোনাম

সৌদি আরবে ঈদ ১০ এপ্রিল

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৮ এপ্রিল, ২০২৪

সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এ অবস্থায় দেশটিতে আগামী বুধবার ১০ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

সোমবার (৮ এপ্রিল) রাতে এক্সে (সাবেক টুইটার) আরব নিউজ এ তথ্য জানিয়েছে।

পবিত্র কাবা শরীফের এক্স অ্যাকাউন্টেও একই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ঈদুল ফিতর আগামী বুধবার উদযাপিত হবে।

সৌদি গেজেট এক্সে এক পোস্টে জানায়, শাওয়াল মাসের চাঁদ সোমবার দেখা যায়নি। এর অর্থ হলো এ বছর রমজান মাস ৩০ দিন এবং ঈদ ১০ এপ্রিল বুধবার।

প্রসঙ্গত, বিভিন্ন আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা সংস্থা আগেই জানিয়েছিল যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত মিসরসহ সমগ্র মধ্যপ্রাচ্যে শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে ৯ এপ্রিল। সেই হিসেবে ১০ এপ্রিল ঈদুল ফিতর উদযাপন করবেন মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার মুসলিমরা।

ইসলাম ধর্মাবলম্বীদের দুই ঈদের মধ্যে প্রথমটির নাম ঈদুল ফিতর। আরবি চান্দ্র বর্ষপঞ্জির ৯ম মাস রমজানে ১ মাস উপবাস এবং ধর্মীয় আচার পালন শেষে এই ঈদের মধ্যে দিয়ে ফের স্বাভাবিক জীবনযাত্রায় প্রবেশ করেন মুসলিমরা। দশম মাস শাওয়ালের প্রথম চাঁদ উদয়ের পর থেকেই প্রকৃত অর্থে শুরু হয়ে যায় ঈদুল ফিতর উদযাপন।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com