আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) নেতারা বলেছেন, পবিত্র রমজান মাসেও সরকারি দলের সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের দৌরাত্ম কমছে না। তারা আসন্ন ঈদকে পুঁজি করে আরও ভয়ঙ্করভাবে আবির্ভূত হচ্ছে। জনগণকে এই সর্বগ্রাসী আওয়ামী লুটতরাজের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলতে হবে।
বুধবার (৩ এপ্রিল) দলটির মাসব্যাপী গণইফতার উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে তারা এসব কথা বলেন।
নেতৃবৃন্দ বলেন, আজ পুরো সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। এই পুরো সমাজ ব্যবস্থাটাই আমাদের নতুন করে সাজাতে হবে। অধিকার হারা মানুষ তাদের অধিকার ফিরে না পেলে, দেশকে পরিবর্তন করা যাবে না।
গণইফতার পূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন। তিনি বলেন, দেশের মানুষ খেতে পারছে না। বাসস্থান পাচ্ছে না। অথচ জনগণের টাকা লুট করে ক্ষমতাসীনরা আমেরিকা, ইউরোপে বাড়ি করছে। যে দল মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে তাদের বয়কট করতে হবে। তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে।
বক্তব্য রাখেন এবি পার্টির সদস্য-সচিব মজিবুর রহমান মঞ্জু, যুগ্ম সদস্যসচিব আব্দুল্লাহ আল মামুন রানা ও মহানগর উত্তরের আহবায়ক আলতাফ হোসাইন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, এবি পার্টির সহকারী সদস্যসচিব শাহ আব্দুর রহমান, যুবপার্টির সদস্যসচিব শাহাদাতুল্লাহ টুটুল, যুবপার্টি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক তোফাজ্জল হোসেন রমিজসহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা।