ভারতের মধ্যাঞ্চলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে অন্তত ১৩ মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছে।
বুধবার (৩ এপ্রিল) দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ছত্তিশগড় রাজ্যের বিজাপুর জেলার একটি দুর্গম জঙ্গলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধ হয়। গেরিলাদের সঙ্গে প্রায় ১৪ ঘণ্টা এ বন্দুকযুদ্ধ চলে। বিপুল পরিমাণ রাইফেল, মেশিনগান, গ্রেনেড লঞ্চার ও গোলাবারুদ জব্দ করা হয়েছে।
স্থানীয় পুলিশ প্রধান পি. সুন্দররাজ বলেছেন, নিহত মাওবাদীদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। তবে নিহতদের মধ্যে তিনজন নারী।
পুলিশের পরিসংখ্যান অনুসারে, এই বছর ভারতে ৫০ জনেরও বেশি মাওবাদী নিহত হয়েছে। তাদের মধ্যে ৪৬ জন ছত্তিশগড়ে এবং আরো চারজন মহারাষ্ট্র রাজ্যে।
এ দিকে নয়াদিল্লি প্রত্যন্ত অঞ্চলে অবকাঠামোগত উন্নয়নে মিলিয়ন মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। তাদের দাবি অনুসারে, বিদ্রোহ ২০২৩ সালে ৪৫টি জেলায় সীমাবদ্ধ ছিল।
২০১০ সালে এ সংখ্যা ছিল ৯৬। এ ছাড়া সরকারি পরিসংখ্যান অনুসারে, গত এক দশকে বিদ্রোহীদের বার্ষিক নিহতের সংখ্যা দুই-তৃতীয়াংশেরও বেশি কমেছে।
সূত্র: ইন্ডিয়া টুডে