আন্দোলনের মাধ্যমেই জালভোটের সরকারকে সরাতে হবে: টুকু

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৩ এপ্রিল, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, সরকারের নিপীড়ন নির্যাতনে বিরোধীদলের নেতাকর্মীদের নিশ্চিহ্ন করার পায়তারা করছে।

তিনি বলেন, বর্তমান সরকার একটা ফ্যাসিস্ট সরকার। দমন নিপীড়ন না করলে তারা ক্ষমতায় টিকে থাকতে পারবে না। তাই আন্দোলনের মাধ্যমেই এই জালভোটের ফ্যাসিস্ট সরকারকে সরাতে হবে।

বুধবার বিকালে জাতীয়তাবাদী যুবদল আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

টুকু বলেন, বর্তমান সরকার একটা ফ্যাসিস্ট সরকার। দমন নিপীড়ন না করলে তারা ক্ষমতায় টিকে থাকতে পারবে না। সেজন্য আরও গুছিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই অব্যাহত থাকবে। আন্দোলন ছাড়া বিকল্প নেই।

সুলতান সালাউদ্দিন বলেন, আমরা হাল ছেড়ে দেই নাই। শেখ হাসিনা সরকারকে পতন করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব। এক দফার আন্দোলনে সব গণতান্ত্রিক শক্তিকে সমন্বিতভাবে লড়াই করতে হবে। তাহলে আমরা যে চূড়ান্ত আন্দোলনের জন্য কাজ করছি, সেই আন্দোলনে বিজয় অর্জিত হবে।

আওয়ামী লীগ ক্ষমতার জন্য রাজনীতি করে। আর বিএনপি মানুষের অধিকার রক্ষার জন্য রাজনীতি করে বলেও উল্লেখ করেন তিনি।

যুবদল সভাপতি বলেন, বাংলাদেশের মানুষ চায় আর যেন কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন না হয়। এসময় বিএনপি চেয়ারপারসনসহ সব কারাবন্দির মুক্তি দাবি করেন তিনি।

রাজধানীর ইস্কাটন লেডিড ক্লাবে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়।

ইফতার মাহফিলের শুরুতে সদ্য কারামুক্ত নেতৃবৃন্দকে ফুলের শুভেচ্ছা জানায় যুবদলের শীর্ষ নেতৃত্ব। এছাড়াও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে শহীদ, গুম ও পঙ্গুত্বের শিকার নেতাকর্মীর পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এতে বক্তব্য রাখন বিএনপির ভাইস চেয়ারম্যান, জয়নুল আবেদীন , বরকত উল্লাহ বুলু, যুগ্ন মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম, চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন,শামা ওবায়েদ, যুবদল সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান, সিনিয়র যুগ্ম সাধানণ সম্পাদক শফিকুল ইসলাম মিলটন সহ আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি নুরুল ইসলাম নয়ন, রুহুল আমিন আকিল, জাকির সিদ্দিকী, জাকির হোসেন নান্নু, তরিকুল ইসলাম বনি, মাহবুব হাসান ভূঁইয়া পিংকু, গোলাম মোস্তফা সাগর, দীপু সরকার, মহসীন মোল্লা, হারুনুর রশীদ শিশির, রেজাউল করিম পল,কামরুজ্জামান দুলাল, যুগ্ম সম্পাদক গোলাম মাওলা শাহীন, আনোয়ারুল হক রয়েল, কামাল আনোয়ার আহমেদ, মাহফুজুর রহমান জিয়াউর রহমান জিয়া, তরুন দে, জাবেদ হাসান স্বাধীন, সাইদুর রহমান, বিল্লাল হোসেন তারেক, সহ-সাধারণ সম্পাদক কফিলউদ্দীন ভূইয়া, মিয়া মোহাম্মদ রাসেল, শাহ্ নাসিরউদ্দিন রুমন, সহ-দপ্তর সম্পাদক এডভোকেট আজিজুর রহমান (যুগ্ম-সম্পাদক পদমর্যাদা), প্রচার সম্পাদক আবদুল করিম সরকার, যোগাযোগ সম্পাদক গিয়াসউদ্দিন মামুন, তথ্য ও গবেষণা সম্পাদক শফিকুল ইসলাম শফিক, কর্মসংস্থান সম্পাদক খন্দকার আল আশরাফ মামুন, সহ-সম্পাদক দেওয়ান অলিউদ্দীন সুমন,মিনহাজুল ইসলাম ভূঁইয়া,আশরাফুল আলম ফকির লিংকন, পার্থ দেব মণ্ডল, রোকনুজ্জামান রোকন প্রমুখ।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com