শিরোনাম
লিলকে হারিয়ে শেষ ষোলোয় লিভারপুল বঙ্গভবন এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ে এখনো ‘অ্যাডমিন ক্যাডার’ হিসেবে কর্মরত সাবেক আওয়ামী লীগের প্রেতাত্মা চিহ্নিত ছাত্রলীগ ক্যাডাররা এস কে সুরের গোপন ভল্টের সন্ধান বলিউড থেকে সরে দাঁড়ানোর নেপথ্যে কারণ জানালেন নার্গিস মেঘনা পেট্রোলিয়ামের দুর্নীতির মহারাজা ইনাম ইলাহী চৌধুরী লস অ্যাঞ্জেলেসে কষ্টের কথা জানান নোরা শেষ মুহূর্তে উসমান ম্যাজিক, হ্যাটট্রিক শিরোপা পিএসজির আসিফ নজরুলকে শেখ হাসিনার বিষয়ে যা বলেছিলেন খালেদা জিয়া নারী সহকর্মীকে খুন করে দেহ ২৬ টুকরো, অতঃপর…… ২৯ সেপ্টেম্বর দেখা যাবে দ্বিতীয় চাঁদ, থাকবে ২৫ নভেম্বর পর্যন্ত

হারের ম্যাচেও কোহলির একাধিক রেকর্ড

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৩০ মার্চ, ২০২৪

চলতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ভালো রান করেও জয় পায়নি রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে এই ম্যাচে একাধিক রেকর্ডের মালিক হয়েছেন বিরাট কোহলি। চলতি আইপিএলে পাঞ্জাব কিংসের বিপক্ষে ৪৯ বলে ৭৭ রানের ইনিংস খেলার পর কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে গতকাল খেললেন ৫৯ বলে অপরাজিত ৮৩ রানের ইনিংস। যদিও ম্যাচটিতে হেরেছে বেঙ্গালুরু। তবে তিন খেলায় নিজেদের দ্বিতীয় হারের ম্যাচে কোহলি তিনটি রেকর্ড গড়েছেন।

গতকাল ঘরের মাঠ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে কলকাতাকে আতিথ্য দিয়েছে বেঙ্গালুরু। আগে ব্যাটিংয়ে নামা স্বাগতিকদের এক প্রান্ত আগলে রেখে লম্বা সময় ধরে পথ দেখিয়েছেন কোহলি। যদিও সেভাবে বিধ্বংসী সঙ্গ না পাওয়ায় তার ওপরই মূলত ম্যাচ টেনে নেওয়ার পুরো দায়টা পড়েছিল। ৫৯ বলের ইনিংসে ৪টি করে চার-ছক্কায় শেষ পর্যন্ত ৮৩ রান করেন কোহলি। আর এর মাধ্যমে তিনি ছক্কার রেকর্ড গড়ে ক্রিস গেইলকে পেছনে ফেলেছেন।

আইপিএলে এক ফ্র্যাঞ্চাইজির হয়ে সর্বোচ্চ ২৩৯ ছক্কার রেকর্ড ছিল এই ‘ইউনিভার্স বস’-এর। বেঙ্গালুরুর হয়ে গড়া ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তির সেই রেকর্ড এদিন ভেঙে দেন কোহলি। দলটির জার্সিতে আইপিএলে তার ছয়ের সংখ্যা ২৪১টি। এরপর রয়েছেন তার সাবেক সতীর্থ ও দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্স (২৩৮)। বাকিরা অনেক পরে, এই দলের হয়ে গ্লেন ম্যাক্সওয়েল ৬৭টি এবং ফাফ ডু প্লেসির ৫০টি ছয় হাঁকিয়েছেন।

কোহলি আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি ছয় মারার তালিকায়ও চার নম্বরে উঠে এসেছেন। এর মাধ্যমে চেন্নাই সুপার কিংসের কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনির ২৩৯টি ছয়কে ছাড়িয়ে গেছেন তিনি। গতকালের ম্যাচের পর কোহলির ছয় ২৪১টিতে গিয়ে দাঁড়িয়েছে। আইপিএলের সবচেয়ে বেশি ছয় রয়েছে গেইলের (৩৫৭)। এরপর আছেন রোহিত শর্মা (২৬১)। এরপর যথাক্রমে আছেন ডি ভিলিয়ার্স (২৫১), কোহলি ও ধোনি (২৩৯)। এদের মধ্যে গেইল এবং ডি ভিলিয়ার্স আর আইপিএলে খেলেন না। হয়তো এই মৌসুমেই ডি ভিলিয়ার্সকে টপকে তিনে উঠে যাবেন কোহলি!

এছাড়া ম্যাচটিতে আরও একটি রেকর্ড গড়েছেন সাবেক ভারতীয় অধিনায়ক। এতদিন আইপিএলে সর্বোচ্চ ১০৯টি ক্যাচ ধরার রেকর্ড ছিল সুরেশ রায়নার। অবসর নেওয়া সাবেক ভারতীয় এই অলরাউন্ডার এই রেকর্ড গড়তে ২০৫টি আইপিএল ম্যাচ খেলেছেন। তার সমান ক্যাচ (১০৯) ধরে সেই রেকর্ডে ভাগ বসিয়েছেন কোহলি। তবে তিনি ম্যাচ খেলেছেন বেশি (২৪০)। ক্যাচ ধরার এই তালিকায় এরপর আছেন– কাইরন পোলার্ড (১০৩), রোহিত শর্মা (৯৯), রবীন্দ্র জাদেজা (৯৭) ও শেখর ধাওয়ান (৯৬)।

বেঙ্গালুরুর হয়ে সর্বাধিক ছক্কা মারার রেকর্ডে এদিন ক্রিস গেইলকেও ছাড়িয়ে গেছেন তারকা এই ক্রিকেটার।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com