ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথমটিতেই বাজেভাবে হেরে সিরিজে পিছিয়ে পড়ে আজ দ্বিতীয় টেস্টে মাঠে নামছে টাইগাররা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক ধনঞ্জায়া ডি সিলভা।
প্রথম টেস্টে ৩২৮ রানের বিশাল ব্যবধানে জয় পাওয়া শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্টে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। ইনজুরিতে পড়া কাসুন রাজিথার পরিবর্তে একাদশে এসেছেন আসিথা ফার্নান্দো। অন্যদিকে বাংলাদেশ দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। পেসার শরীফুল ইসলাম ও নাহিদ রানা নেই একাদশে। তাদের পরিবর্তে হাসান মাহমুদ ও সাকিব আল হাসান এসেছেন একাদশে।