ঢাকা: পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে পৃথকভাবে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা। বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর দৈনিক বাংলা-ফকিরাপুল হয়ে নয়াপল্টনে এলাকায় লিফলেট বিতরণকালে নেতাকর্মীরা সাধারণ মানুষ,পথচারী ও রিকশা-ভ্যানচালকদের হাতে লিফলেট তুলে দেন। সরকারের পদত্যাগ ও দ্বাদশ সংসদ নির্বাচন বাতিলের দাবিতে বিএনপি চলমান আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার থেকে পাঁচদিন লিফলেট বিতরণের এই কর্মসূচি শুরু করেছে সংগঠনটি।
লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি জাকির সিদ্দিকী, গোলাম মোস্তফা সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুমুল হক, বিল্লাল হোসেন তারেক, এড আজিজুর রহমান আকন্দ, সহ সাধারণ সম্পাদক কামরুজ্জামান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, সহ-সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন চয়ন, সহ-মানবাধিকার সম্পাদক মাহবুব আলম আক্তার সহ মহানগর নেতৃবৃন্দ।