বিনোদন ডেস্ক : বলিউডের এ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা রাজকুমার রাও বিয়ে করছেন। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহেই দাম্পত্য জীবন শুরু করতে যাচ্ছেন তিনি। পাত্রীর নাম পত্রলেখা পাল। তিনিও অভিনয়ের মানুষ। ১০ বছর ধরে প্রেম করার পর বিয়ের সিদ্ধান্ত নিলেন তারা।
ভারতীয় গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে, আগামী ১০, ১১ ও ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে রাজকুমার ও পত্রলেখার বিয়ে। অনেকটা ঘরোয়া আয়োজনে বিয়ে করবেন তারা। তবে থাকবেন বলিউডে তাদের ঘনিষ্ঠজনেরা। বিয়ের ভেন্যু সম্পর্কে এখনো জানা যায়নি।
প্রেম ছাড়াও অনেক দিন লিভ টুগেদার করেছেন দুজন। তাই একসঙ্গে বসবাসকে এবার তারা আনুষ্ঠানিক পূর্ণতা দিতে চলেছেন।
রাজকুমারকে সিনেমার পর্দাতেই প্রথম দেখেছিলেন পত্রলেখা। সিনেমার নাম ছিল ‘এলএসডি’। এতে অদ্ভুত এক চরিত্রে অভিনয় করেছিলেন রাজকুমার। তখন তাকে দেখে পত্রলেখা ভেবেছিলেন, বাস্তব জীবনেও হয়ত এমনই। কিন্তু দেখা হওয়ার পর ধারণা পাল্টে যায়।
অন্যদিকে পত্রলেখাকেও প্রথমবার টিভি পর্দায় দেখেছিলেন রাজকুমার। দেখেই তাকে বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেন! যদিও এর অনেক পরে তাদের সম্পর্ক গড়ে উঠেছিল।
উল্লেখ্য, রাজকুমার রাও বলিউডের এ সময়ের অন্যতম মেধাবী ও সফল অভিনেতা। ২০১০ সালে ‘লাভ সেক্স অউর ধোকা’র মাধ্যমে ক্যারিয়ার শুরু করেছিলেন। এরপর ‘গ্যাংস অব ওয়াসিপুর’, ‘কাই পো চে’, ‘শহিদ’, ‘আলীগড়’, ‘বেরেইলি কি বারফি’, ‘নিউটন’, ‘স্ত্রী’র মতো সিনেমা উপহার দিয়েছেন।
অন্যদিকে পত্রলেখা বলিউডে আত্মপ্রকাশ করেন রাজকুমারের সঙ্গেই। সিনেমার নাম ছিল ‘সিটিলাইটস’। এটি মুক্তি পায় ২০১৪ সালে।