বিএনপির শতাধিক নেতা নির্বাচনে অংশ নেবেন : তথ্যমন্ত্রী

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩

ঢাকা : বিএনপি অংশ না নিলেও তাদের শতাধিক নেতা নির্বাচনে অংশ নেবেন বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, আপনারা দেখেছেন বুধবার বিএনপির কেন্দ্রীয় দুই নেতা নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। তাদের আরও শতাধিক নেতা নির্বাচনে অংশ নেবে।

তিনি বলেন, বিএনপি ২০১৪ সালে নির্বাচন প্রতিহত করার অনেক চেষ্টা করেছিল। কিন্তু তারা পারেনি। ২০১৮ সালেও সেই একই অপচেষ্টা করেও পারেনি। এখন বিএনপির শক্তি, সামর্থ্য, ক্ষমতা ২০১৪ এবং ২০১৮ সালের তুলনায় অনেক কম। সুতরাং এবারও তারা নির্বাচন প্রতিহত করতে পারবে না। নির্বাচন কমিশন সংবিধান অনুযায়ী তফসিল ঘোষণা করেছে। নির্দিষ্ট সময়ে নির্বাচন হবে এবং জনগণের রায় নিয়ে নতুন সরকার গঠিত হবে।

বিএনপি সন্ত্রাসী সংগঠনে রূপান্তরিত হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, তারা চোরাগোপ্তা হামলা চালিয়ে যেভাবে গাড়ি পোড়াচ্ছে এবং জীবন্ত মানুষকে পুড়িয়ে মারছে, এগুলো কোনো রাজনৈতিক দলের কাজ নয়।

সংলাপ প্রসঙ্গে ড. হাছান মাহমুদ বলেন, আমরা সংলাপের বিরুদ্ধে নই। তবে আলোচনা হলে রাজনৈতিক দলের সঙ্গে হতে পারে, কোনো সন্ত্রাসী সংগঠনের সঙ্গে নয়। যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিলে হামলা হওয়ার পর সেই সন্ত্রাসীদের সঙ্গে কি যুক্তরাষ্ট্রের প্রশাসন বা সরকার আলোচনায় বসেছে? বরং তাদের গ্রেপ্তার করা হয়েছে, বিচার হচ্ছে। আমাদের দেশেও যারা গাড়ি পোড়াচ্ছে তাদের সঙ্গে কি আলোচনা হতে পারে?

এ সময় শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ইন্দ্রজিৎ কুমার ঘোষ, সাধারণ সম্পাদক কাজী বোরহান উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com