বিনোদন ডেস্ক : ২৬ দিনের বন্দিদশা থেকে গত বৃহস্পতিবারই জামিন পেয়েছিলেন আরিয়ান খান। আদালতের রায়ের প্রক্রিয়া মেনে শনিবার সকালে জেল থেকে বেরিয়ে আসলেন শাহরুখ-পুত্র।
সাধারণ মানুষ, চিত্রগ্রাহকদের ভিড় পেরিয়ে তার পরে সোজা গাড়িতে গিয়ে বসে। বাড়ির পথ ধরলেন তারকাপুত্র। তবে এসময় তাঁর সঙ্গে দেখা যায়নি শাহরুখকে। এর আগে ভারতীয় সংবাদমাধ্যম ফিল্মফেয়ার তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, আর্থার রোড জেলের কারাধ্যক্ষ নিতিন ওয়েচল সকাল সাড়ে ৯টার দিকে বলেছেন, আদালতের আদেশের অনুলিপি তারা পেয়েছেন।
গত ২ অক্টোবর মাদকপার্টি থেকে আটক করা হয়েছিল আরিয়ানকে। দীর্ঘ ১৬ ঘণ্টা জেরার পরদিন এনসিবি গ্রেফতার করে তাঁকে। দুদফায় জামিন খারিজের পর এনসিবি হেফাজত থেকে গত ৮ অক্টোবর জেল হেফাজতের নির্দেশ দেয় ম্যাজিস্ট্রেট কোর্ট। তারপর থেকেই আর্থার রোড জেলে বন্দি আরিয়ান খান। ম্যাজিস্ট্রেট কোর্টের পর মুম্বই সেশন কোর্টও খারিজ করে দেয় আরিয়ান খানের জামিনের আর্জি। এরপরই বম্বে হাইকোর্টে আরিয়ানের জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী অমিত দেশাই।