স্পোর্টস ডেস্ক : কাতারে বিশ্বকাপ জয়ের পর থেকেই দুর্দান্ত গতিতে ছুটছেন আর্জেন্টাইন তরুণ ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজ। গত মৌসুমে ম্যানচেস্টার সিটির ট্রেবল জয়েও বড় ভূমিকা রেখেছেন তিনি। কিন্তু ম্যাচে অধিকাংশ সময়ই বদলি হয়ে খেলেন তরুণ তারকা। তারপরও সর্বসাকুল্যে গোল করেছিলেন ১৭টি। গুঞ্জন উঠেছে, ইংলিশ ক্লাবটি ছেড়ে চলে যাচ্ছেন ২৩ বছরের এ ফুটবলার।
সিটির জার্সিতে চলতি মৌসুমে নিয়মিত খেলছেন আলভারেজ। তবে সেটা নিজের সেরা পজিশন ছেড়ে অ্যাটাকিং মিডফিল্ডার বা সেকেন্ড স্ট্রাইকার হিসেবে। কিন্তু হালান্ডের মতো দুর্দান্ত গোলস্কোরার থাকায় নিজের পছন্দের স্ট্রাইকিং পজিশনে খেলতে পারছেন না ২৩ বছর বয়সী এ তরুণ। তাই কিছুটা অখুশি এই বিশ্বকাপজয়ী। যার ফলে এ তারকা ফরোয়ার্ড ইত্তিহাদ ছাড়তে চান।
ফুটবল ইনসাইডারের বরাত দিয়ে জনপ্রিয় ফুটবল বিষয়ক সংবাদমাধ্যম ‘গোলডটকম’ এক প্রতিবেদনে জানিয়েছে, ক্লাব ম্যানসিটিও আলভারেজকে ছাড়তে প্রস্তুত। সেজন্য ৮০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব করতে হবে দলগুলোকে। সিটিজেনদের হয়ে ইতোমধ্যে চলতি মৌসুমে ৭ গোল করেছেন তিনি, যেখানে আবার দুটি ফ্রি কিক থেকে দৃষ্টিনন্দন গোল করেন এই ফুটবলার।
এদিকে বিশ্বকাপজীয়কে দলে ভেড়ানোর দৌড়ে আছে দুই স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোসরা চলতি মৌসুমে নিয়মিত স্ট্রাইকার ছাড়াই খেলছে। মিডফিল্ডার জুড বেলিংহামকে স্ট্রাইকার বানিয়ে খেলাচ্ছেন আনচেলত্তি। তাই লম্বা সময়ের জন্য সার্ভিস পেতে আলভারেজকে পছন্দ গ্যালাক্টিকোদের। তাই সুযোগটি তারা নিতে পারে।
অন্যদিকে আলভারেজকে পেতে চায় কাতালান ক্লাব বার্সেলোনাও। কেননা মেসি যাওয়ার পর তাদের দীর্ঘ সার্ভিসের জন্য ভালো কোনো স্ট্রাইকারকে পায়নি তারা। বর্তমানে থাকা পোলিশ অধিনায়ক রবার্ট লেভানদোভস্কির বয়স হয়েছে, তিনি কতদিন থাকতে পারবেন সেটাও বিবেচ্য। অন্যদিকে যদিও তারা তরুণ ব্রাজিলিয়ান তারকা ভিটর রোকোকে কিনেছে তবে তিনি ইউরোপের ফুটবলে কতটা মানিয়ে নিতে পারবেন তা নিয়ে শঙ্কা থেকেই যায়।
আর সেজন্যই মেসির জাতীয় দলের সতীর্থকেই পছন্দ কাতালানদের। কিন্তু প্রশ্ন হচ্ছে ৮০ মিলিয়ন ডলার ক্যাশ দিয়ে ২৩ বছরের এ বিশ্বকাপজয়ী তারকাকে আদৌ বার্সা কিনতে পারবে তো।