ঢাকা : ইসরায়েল ও হামাসের যুদ্ধের কারণে অতল খাদের কিনারায় মধ্যপ্রাচ্য। এমনকি এই যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া বিশেষ এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন জাতিসংঘের ত্রাণবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএর প্রধান ফিলিপ লাজারিনি।
গাজায় ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে সতর্ক করে ২৩ লাখ মানুষের এই অঞ্চলে মানবিক সহায়তা করিডোর খোলার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন ফিলিপ লাজারিনি। তিনি বলেন, গাজার মানুষের জন্য বাধাহীন ও অর্থবহ সহায়তা প্রয়োজন।
ফিলিস্তিনিদের পক্ষে কথা বলার পাশাপাশি ইউএনআরডব্লিউএর প্রধান ইসরায়েলে হামাসের হামলার নিন্দাও করেছেন। তিনি বলেছেন, হামাসের হামলা ভয়াবহ ও বর্বর গণহত্যার শামিল। তবে এই হামলা এই যুদ্ধের ন্যায্যতা দেয় না। আমি বিশ্বাস করি না, এই অঞ্চলের ভবিষ্যৎ নিরাপত্তা ও শান্তির স্বার্থে এত মানুষকে হত্যা।
বর্তমানে বিশ্ব মানবতা হারাচ্ছে উল্লেখ করে ফিলিপ লাজারিনি বলেছেন, মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিকে কেন্দ্র করে গাজা সংকটে বিশ্ব নেতাদের ভিন্ন ভিন্ন অবস্থানের ঊর্ধ্বে ‘মানবিক বোধটা’ জরুরি।
গাজায় নির্বিচারে বোমা হামলায় ইসরায়েল আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি সম্মান দেখাচ্ছে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, গাজায় সম্পূর্ণ অবরোধ আরোপ করা হয়েছে। ১০ লাখের বেশি মানুষকে বাস্তুচ্যুত বা ঘরবাড়ি ছাড়তে বলা হয়েছে। ফলে এটি হলো সম্মিলিত শাস্তি, যা আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন।