ঢাকা : সরকার বিচলিত তারা এখন নিজের শক্তিতে আর দাঁড়াতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, কয়েকদিন ধরে টুকটাক গ্রেফতার চলছে। হঠাৎ গতকাল থেকে সরকার বিচলিত হয়ে পড়েছে। কেন বিচলিত হয়ে পড়ল সরকার? নিশ্চয়ই সরকার আতঙ্কবোধ করেছে। আজ সমাবেশ আর সরকার গতকাল থেকে গ্রেফতার করে আতঙ্ক সৃষ্টি করেছে তার মানে সরকার নিজের শক্তিতে আর দাঁড়াতে পারছে না।
বুধবার (১৮ অক্টোবর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির জনসমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্ব করেন।
বিএনপির এই শীর্ষ নেতা বলেন, গতকাল রাত সাড়ে ১০টার দিকে শুনতে পাই তাঁতি দলের আহ্বায়ক আবুল কালাম আজাদকে তার ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে গ্রেফতার করা হয়েছে। রাত সাড়ে ১১টায় শুনলাম বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে গ্রেফতার করা হয়েছে। তারপরে ঝড়ের মতো আসতে শুরু করলো নেতাকর্মীদের তুলে নিয়ে যাওয়ার খবর।
রিজভী বলেন, ওরা (সরকার) ভয় পেয়েছে এই কারণে যে, এই সমাবেশে কি হতে পারে কি ঘটতে পারে। এই আতঙ্ক থেকেই তারা আবার গ্রেফতার নির্যাতন শুরু করেছে। ঢাকার বিভিন্ন কর্ণারে, প্রান্তরে আজকের সমাবেশের কারণে তল্লাশি করেছে তারপরও কি সমাবেশে নেতাকর্মীদের আসা বন্ধ করা গেছে, আটকাতে পেরেছেন? দুলু, আবুল কালাম আজাদকে গ্রেফতার করে সমাবেশে নেতাকর্মীদের ঢল আটকানো গেছে? আটকানো যাবে না। জনতার এই স্রোত তারা আর আটকাতে পারবেনা।
তিনি বলেন, এই যে তারা গ্রেফতার করে আতঙ্ক সৃষ্টি করছে এর কারণ হলো তারা বিরোধী দল রাখতে চায় না। তারা বিরোধী দল ছাড়া ক্ষমতায় থাকতে চায়। আজীবন ক্ষমতার নেশা তাদের পেয়ে বসেছি এই জন্য ওবায়দুল কাদের বলে এইবার যারা আন্দোলন করবে তাদের হাত পুড়িয়ে ফেলা হবে। আবার বলেছে এবার আন্দোলন করলে শাপলা চত্বরের চেয়ে ভয়ঙ্কর কিছু হবে। এগুলো বলে রীতিমতো হুমকি দিচ্ছে। এগুলোর কারণ হলো ওনার (ওবায়দুল কাদেরের) ভাষায় বলি তলে তলে দুর্বল হয়ে পড়েছে বলেই তারা এই হুমকিগুলো দিচ্ছে।
তিনি আরও বলেন, তারা ব্যাংক লুট করেছে, টাকা পাচার করেছে দেশকে বিক্রির উপক্রম করেছে। এটাকে তারা টিকিয়ে রাখতে চায়। এই পরিস্থিতিকে তারা টিকিয়ে রাখতে চায়। ছাত্রলীগের সভাপতি হওয়ার জন্য দলকে এক কোটি টাকা অফার করেছে খুলনার ইঞ্জিনিয়ারিং কলেজের এক নেতা। কারণ ছাত্রলীগ যুবলীগের পদে থাকলে টাকা পাচার করা যায়। ফরিদপুরের ছাত্রলীগ নেতা দুই হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। এই অবস্থা বজায় রাখার জন্যই তারা এমন পরিস্থিতি সৃষ্টি করেছে। তারা অবাধ নিরপেক্ষ নির্বাচন চায় না। দেশে গণতন্ত্র চায় না। তারা আবার রাতে নির্বাচন করে ক্ষমতায় থাকতে চায়।
বিএনপির এই মুখপাত্র অভিযোগ করে বলেন, গতকাল থেকে আজ পর্যন্ত ২৫০-৩০০ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। আমি এই গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রতিটি মানুষের সাফল্যের পেছনে একজন মানুষের অবদান থাকে বাংলাদেশের অনেক সাফল্যের পেছনেও একজন নারী আছে। সেই সাফল্য হলো আওয়ামী লীগের গোপনে টাকা পাচারের সাফল্য। এর পেছনের নারীর নাম হলো শেখ হাসিনা।
জনসমাবেশে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন নবী খান সোহেল প্রমুখ।