স্পোর্টস ডেস্ক: বিশ্বমঞ্চে আফগানদের কাছে ধরাশায়ী হল ইংলিশরা। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাস্পিয়ন ইংল্যান্ডকে ২৮৫ রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দেয় আফগানিস্তান। জাবাবে জস বাটলাররা জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬৯ রানের ব্যবধানে শোচনীয়ভাবে পরাজিত হয়েছে।
রোববার (১৫ অক্টোবর) দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। ফলে প্রথম জয়ের খোঁজে মাঠে নামে আফগানিস্তান। রশিদররা প্রথম দিকে ঝড়ো ব্যাটিং করা শুরু করে। তারপর ইংলিশ বোলারদের তোপে ৪৯.৫ বলে সব উইকেট হারিয়ে ২৮৪ রানে সংগ্রহ পায় আফগানরা।
বিরতির পর ইংলিশরা ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায়। এরপর একেরপর এক উইকেট হারাতে থাকে বাটলার বাহিনী। দলীয় ২৮৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলের হয়ে ৬১ বলে ৬৬ রানের বড় সংগ্রহ করেন শুধু হ্যারি ব্রুক। এছাড়া সবাই একের পর এক আফগানদের কাছে উইকেট হারিয়ে প্যাভিলিয়নের পথ ধরে। ইংল্যান্ড সব ইউকেট হারিয়ে ২১৫ রান সংগ্রহ করে। ফলে আফগানিস্তান বড় কোন আসরে ইংলিমদের ৬৯ রানের পরাজিত করল
অন্যদিকে আফগানিস্তানের হয়ে রহমানুল্লাহ গুরবাজ ও ইবরাহিম জাদরান ওপেনিংয়ে নেমে শুরুটা দারুণ করে এই দুজন।আক্রমণাত্মক ব্যাটিং করে নিজের ক্যারিয়ারের পঞ্চম ফিফটি পূর্ণ করেন গুরবাজ।
তবে দলীয় ১১৪ রানে আদিল রশিদের বলে জো রুটের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরেন ইবরাহিম জাদরান। ম্যাচে দলীয় ১৫২ রানে লিয়াম লিভিংস্টোনে বলে ক্রিস ওকসের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নের পথে হেঁটে যান ওমরজাই।
এরপর দলীয় ২৩৩ রানে ২২ বলে ২৩ রান করে আউট হন রশিদ। এরপর ক্রিজে আসেন মুজিব উর রহমান। তাকে সঙ্গে নিয়ে ৪৪ রানের জুটি গড়েন ইকরাম। দলীয় ২৭৭ রানে ৬৬ বলে ৫৮ রানে আউট হন ইকরাম। তার বিদায়ের পর দ্রুতই আরও দুই উইকেট হারিয়ে এক বল বাকী থাকতে ২৮৪ রানে অলআউট হয় আফগানরা।
দিল্লিতে আফগানিস্তানের ২৮৪ রানের জবাবে ব্যক্তিগত দুই রানে ফেরেন ওপেনার জনি বেয়ারেস্টো। ৩১ রানের জুটি গড়ে ১১ রানে মুজিবের বলে বোল্ড আউট হন জো রুট। দলীয় ৬৮ রানে আরেক ওপেনার ডেভিড মালানও ৩২ রানে নবীর বলে সাজঘরে ফিরে যান। ৯১ রানের মাথায় অধিনায়ক বাটলারকে বোল্ড করে বড় আঘাত হানেন নাভিন উল হক।