ঢাকা : রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গরীব ও দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বুধবার (১১ অক্টোবর) বাদ যোহর রাজধানীর হাইকোর্ট মাজার মসজিদে দুস্থদের মাঝে এই খাবার বিতরণ করেন তিনি। এ সময় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এসময় বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান আউয়াল, বিএনপি নেতা শাহ আলম বেপারী, ঢাবি যুগ্ম সম্পাদক রাজু আহমেদ, রাফসান হোসেন-সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।