নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ধানমন্ডির বাসা থেকে বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার গভীর রাতে তাকে আটক করে থানায় আনা হয়। বর্তমানে তাকে থানায় রাখা হয়েছে। এ্যানি বিএনপির প্রচার সম্পাদক ও লক্ষ্মীপুর জেলা বিএনপির সভাপতি।
বিএনপির এই নেতার অভিযোগ, তিনি সব মামলায় আদালত থেকে জামিনে আছেন। তারপরও গভীররাতে পুলিশ জোরপূর্বক তার বাসায় প্রবেশ করে তাকে আটক করে।
ধানমন্ডি থানা পুলিশ সূত্রে জানা গেছে, এ্যানিকে আটক করে থানায় রাখা হয়েছে। তবে কি কারণে তাকে আটক করা হয়েছে সে বিষয়ে কেউ সরাসরি কথা বলেননি।
সূত্র বলছে, ঊর্ধ্বতনদের নির্দেশে ধানমন্ডির বাসা থেকে এ্যানিকে আটক করা হয়েছে। আজ বুধবার তাকে আদালতে তোলা হতে পারে।
এদিকে বিএনপি মিডিয়া সেলের প্রধান জহির উদ্দিন স্বপন রাত তিনটার দিকে গণমাধ্যমে জানান, এ্যানিকে আটক করে থানা হেফাজতে রেখেছে পুলিশ।
আটক হওয়ার আগে এ্যানি গণমাধ্যমকে বলেন, ‘পুলিশ দরজায় লাথি মারছে। হুমকি দিচ্ছে দরজা না খুললে দরজা ভেঙে ঢুকে আমাকে গুলি করবে। আমি সব মামলায় জামিনে আছি বর্তমানে, তারপরও তারা বেআইনিভাবে আমাকে তুলে নেয়ার চেষ্টা করছে।’
বিএনপি মিডিয়া সেলের প্রধান বলেন, রাত সোয়া দুইটার দিকে বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্যসচিব শহীদ উদ্দীন এ্যানির বাসায় পুলিশ হানা দেয়। এসময় বাসার তালা ভেঙে পুলিশ ভেতরে ঢোকে বলে অভিযোগ করেছেন এ্যানি।’