লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পাকিস্তানের

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩

স্পোর্টস ডেস্ক: ভারতে অনুষ্ঠিত ১৩তম বিশ্বকাপ ক্রিকেটে নতুন ইতিহাস গড়ল বারবরা। শ্রীলঙ্কাকার দেয়া ৩৪৫ রানের তার্গেট সহজে জয় তুলেছে পাকিস্তান। এক ম্যাচে চার সেঞ্চুরী করারও রেকর্ড। এর আগে ইংল্যান্ডের দেয়া ৩২৮ রান তাড়া করে ২০১১ বিশ্বকাপে সবাইকে চমকে দিয়েছিল আয়ারল্যান্ড। বিশ্ব আসরে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়েছিল আইরিশরা।

ঠিক এক যুগপর আইরিশদের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস সৃষ্টি করল পাকিস্তান।

হায়দরাবাদে মঙ্গলবার (১০ অক্টোবর) আব্দুল্লাহ শফিক ও মোহাম্মদ রিজওয়ানের জোড়া সেঞ্চুরিতে ১০ বল হাতে রেখেই শ্রীলঙ্কার দেয়া ৩৪৫ রান তাড়া করে ৬ উইকেটের জয় তুলে নিয়েছে পাকিস্তান।

ওয়ানডে বিশ্বকাপে ১৩ আসরের ইতিহাসে এখন এটিই সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। একই সঙ্গে হায়দরাবাদের রাজিব গান্ধী স্টেডিয়ামেরও রেকর্ডটি দখলে নিয়েছে বাবর আজমের দল। এর আগে এ মাঠে ভারতের বিপক্ষে সর্বোচ্চ ২৪৯ রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার।

লঙ্কানদের হয়ে কুসল ও সাদিরা সামারাবিক্রমার জোড়া শতকে ৩৪৪ রান সংগ্রহ করে। কুসল মেন্ডিস ১২২ ও সামারাবিক্রম করেন ১০৮ রানের দারূন এক ইনিংস। তবে তাদের এ অর্জন বিফলে যায় পাকিস্তানের জয়ে।

পাকিস্তানের হয়ে শুরুতে ধাক্কা খায় দুই ব্যাটসমানের আউট হওয়ার কারণে। পরে দলের হয়ে ওপেনার আব্দুল্লাহ শফিককে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন মোহাম্মদ রিজওয়ান। দু’জন মিলে ১৭৬ রানের জুটি গড়েন। এরই মাঝে শতক পূর্ণ করেন শফিক।

তবে দলীয় ২১৩ রানে ১০৩ বলে ১১৩ রান করে সাজঘরে ফিরে যান শফিক। এরপর ক্রিজে আসা সৌদ শাকিলকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন রিজওয়ান।

দলীয় ৩০৮ রানে ৩০ বলে ৩১ রান করে আউট হন শাকিল। অন্যদিকে সাবলীল ব্যাটিংয়ে নিজের শতক পূর্ণ করেন রিজওয়ান।

এরপর ইফতিখার আহমেদকে সঙ্গে নিয়ে ১০ বল বাকী থাকতে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন রিজওয়ান। লঙ্কানদের পক্ষে দিলশান মাদুশাঙ্কা নেন ২টি উইকেট।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com