স্পোর্টস ডেস্ক : টানা খেলার ধকলের ক্লান্তি ও চোট কাটিয়ে টরন্টো বিপক্ষে ম্যাচে মায়ামির হয়ে মাঠে ফিরেছিলেন মেসি। এটি নিশ্চিতভাবেই দলটির খেলোয়াড় ও ক্লাব কর্তৃপক্ষের জন্য সন্তুষ্টির বিষয়। কিন্তু সেটি বেশি সময় রইলো না।
মেসির প্রত্যাবর্তনের দিন টরন্টোকে রীতিমতো মায়ামি উড়িয়ে দিলেও শঙ্কার কালো মেঘে ছেয়ে গেছে মায়ামি শিবির। কেননা ম্যাচের প্রথইমার্ধেই ফের চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে মেসিকে।
ম্যাচের শুরু থেকেই মেসিকে পাওয়া নিয়ে শঙ্কা থাকলেও সেটি কাটিয়ে মেসি মাঠে নেমেছিলেন। মাঠে নামার পর তাকে বেশ কয়েকবার পায়ে স্ট্রেচিং করতে দেখা গেছে। শেষ পর্যন্ত পায়ে টান লাগার কারণে ৩৭তম মিনিটে ক্ষুদে জাদুকরকে মাঠ ছাড়তে হয়।
মেসি মাঠ ছাড়ার তিন মিনিট আগেই তার বার্সা সতীর্থ জর্ডি আলবাকেও উঠিয়ে নিয়েছিলেন হেড কোচ টাটা মার্টিনো। তিনিও রয়েছেন ইনজুরি আতঙ্কে।
তবে এই দুই তারকার অনুপস্থিতি একদমই টের পেতে দেননি রবার্ট টেলর, বেঞ্জামিন ক্রেমাসচি ও ফ্যাকুন্ডো ফারিয়াস।
প্রথমার্ধের শেষ দিকে দলকে লিড এনে দেন ফারিয়াস। এরপর বিরতি থেকে ফিরেই ৫৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন টেলর।
৭৩ মিনিটের মাথায় ব্যবধান বাড়ান ক্রেমাসচি। আর ৮৭তম মিনিটে টরন্টোর কফিনে শেষ পেরেকটি ঠুকে দিয়ে দলের বড় জয় নিশ্চিত করেন টেলর।