সপ্তাহের শেষ দিনে ডিএসইতে সূচক ও লেনদেনে উত্থান

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩

ঢাকা স্টক এক্সচেঞ্জ- ডিএসইতে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন বেড়েছে লেনদেনও। তবে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর।

জানা গেছে, ডিএসইতে এদিন ৪৫৬ কোটি ১৮ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৪২ কোটি ৭৮ লাখ বেশি। এর আগেরদিন লেনদেন হয়েছিল ৪১৩ কোটি ৪০ লাখ টাকার।

দিনভর লেনদেন হওয়া ৩১৭ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৭টির, কমেছে ৬৭টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৬৩টির।

দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৯৯ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৪১ পয়েন্টে।

অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ- সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৩৩ পয়েন্টে।

বৃহস্পতিবার সিএসইতে ১৪৬টি প্রতিষ্ঠানের ১৮ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৫১টির দর বেড়েছে, কমেছে ৪০টির এবং ৫৫টির দর অপরিবর্তিত রয়েছে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com