এশিয়া কাপে লিটনকে প্রথম ম্যাচে পাওয়া নিয়ে শঙ্কা

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৮ আগস্ট, ২০২৩

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপে অংশ নিতে গতকালই শ্রীলঙ্কা পৌঁছেছে বাংলাদেশ দল। যদিও জ্বরের কারণে দলের সঙ্গে যাননি লিটন দাস। জানা গেছে, আজও শ্রীলঙ্কা যাবেন না বাংলাদেশ দলের সহ-অধিনায়ক। যদিও আজ তার শ্রীলঙ্কা রওনা দেয়ার কথা ছিল।

গতকাল জানা যায়, লিটনের জ্বর আসলে ডেঙ্গু পরীক্ষা করান তিনি। যদিও ডেঙ্গুর রিপোর্ট নেগেটিভ আসে। তবে শরীর এখনও সুস্থ হয়নি বাংলাদেশের এই ওপেনারের। প্রয়োজনীয় অন্যান্য পরীক্ষাও করিয়েছেন লিটন। তবে সবকিছুর রিপোর্টই ছিল ইতিবাচক। যার কারণে তাকে নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করছে না বিসিবি। তবে প্রথম ম্যাচে লিটনের খেলা নিয়ে শঙ্কা রয়েই গেছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র নিশ্চিত করেছে ব্যাক-আপ স্কোয়াড থেকে কাউকে পাঠানো হবে কিনা এ নিয়ে আজ আলোচনায় বসবেন নির্বাচককরা। কারণ ভাইরাস জ্বরে আক্রান্ত লিটনকে প্রথম ম্যাচে পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা! আর তাই ব্যাক আপ স্কোয়াড থেকে সাইফ হাসান ধরতে পারেন শ্রীলঙ্কার বিমান। এরই মাঝে যদি সুস্থ হয়ে ওঠেন লিটন, সেক্ষেত্রে সাইফকে পাঠানোর পরিকল্পনা থেকে সরে আসতে পারে তারা।

আগামী ৩১ আগস্ট ক্যান্ডির পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ মিশন। শ্রীলঙ্কা পৌঁছে গতকাল বিরতি দিয়ে আজই অনুশীলনে নামবে সাকিব আল হাসানের দল।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com