সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের এনায়েতপুর থানার গোপরেখী পশ্চিমপাড়ায় পারিবারিক কলহের জেরে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বড় ছেলে মুছা শেখের (৩০) বিরুদ্ধে। এ সময় গুরুতর আহত হয়েছেন নিহতের স্ত্রী।
সোমবার (২৮ আগস্ট) এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এনায়েতপুর থানার গোপরেখী পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত আশরাফ আলী শেখ (৬২) গোপরেখী পশ্চিমপাড়ার বাসিন্দা। আহত ব্যক্তি নিহতের স্ত্রী শাহিদা খাতুন (৫৬)।
স্থানীয়রা জানান, সব সময় এই পরিবারে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। রোববার (২৭ আগস্ট) রাতে আশরাফের বড় ছেলে মুছা ও ছোট ছেলে হারুনের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তাদের বাবা-মা এগিয়ে এলে মুছা তাদের এলোপাতাড়িভাবে কোদালের গোড়ালি দিয়ে পেটাতে থাকেন। এ সময় ঘটনাস্থলেই আশরাফ নিহত ও আহত হন তার স্ত্রী শাহিদা। পরে স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, রোববার রাতে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় অভিযুক্ত ছেলেকে আটক করা হয়েছে। একইসঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য ছোট ছেলে হারুনকে থানায় আনা হয়েছে।