চট্টগ্রাম : পুলিশের অনুমতি না থাকায় চট্টগ্রামে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজার নামাজ পড়তে দেয়া হয়নি। মঙ্গলবার বাদ আছর নগরীর জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে জানাজার নামাজ পড়তে আসা নেতাকর্মীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার পর প্রায় ৩০ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ আগস্ট) বিকাল ৪ টায় এই সংঘর্ষ শুরু হয়। পরে কাজীর দেউড়ি মোড়, ওয়াসার মোড়, জিইসি মোড় ও লালখান বাজার এলাকায় ছড়িয়ে পড়ে। পুলিশ ধাওয়া করলে তারা পালিয়ে যায়। এসময় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়ে মারে।
পুলিশ আগেই খবর পেয়েছিল জমিয়তুল ফালাহ মসজিদ এলাকায় নিহত সাঈদীর গায়েবানা জানাজা পড়তে আসবে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। সেই মোতাবেক প্রস্তুতি নেয় পুলিশ। মসজিদে ঢুকার প্রবেশ পথ বন্ধ করে দেয় তারা। মসজিদে এলাকায় ঢুকতে বাধাপ্রাপ্ত হয়ে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়ে মারে। পুলিশ লাঠিপেটা করে পাল্টা এ্যাকশনে যায়। আগেই চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল।
পুলিশ ঘটনাস্হল থেকে প্রায় ৩০ জনকে আটক করে। পুলিশের অনুমতি না নিয়ে জামায়াত শিবিরের কর্মীরা নাশকতার চেষ্টা করেছিলো বলে জানায় চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের উপকমিশনার মোস্তাফিজুর রহমান।