স্পোর্টস ডেস্ক: ভারতের সাবেক ক্রিকেটার পঙ্কজ রায়ের বাড়িতে গৃহপরিচারিকাকে নির্যাতনের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সেই মামলার তদন্তের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট। সেই ঘটনায় বিচারপতি জয় সেনগুপ্ত প্রশ্ন করেন, কেন শ্যামপুকুর থানার পুলিশ অপেক্ষাকৃত লঘু ধারায় মামলা দায়ের করেছে? ইতোমধ্যে ডেপুটি পুলিশ কমিশনারের (উত্তর) নেতৃত্বে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। খবর জি নিউজের।
এর আগে গত শুক্রবার পঙ্কজের বাড়ির গৃহপরিচারিকাকে মারধরের খবর পাওয়া যায়। যেখানে অভিযোগে ওঠে পঙ্কজের নাতি পুষ্কর রায় এবং পুত্রবধূ মিতা রায়ের বিরুদ্ধে। ওই পরিচারিকা এই দুজনের নামেই শুক্রবার থানায় অভিযোগ করেছিলেন।
পরিচারিকার পরিবারের আইনজীবী ময়ূখ মুখোপাধ্যায় জানিয়েছেন, মেরে চোখ, মুখ ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়। কিন্তু পুলিশ সঙ্গে সঙ্গে কোনো ব্যবস্থা নেয়নি বলে জানিয়েছেন ওই পরিচারিকা। জানা যায়, পুলিশে অভিযোগ করেছেন বলে সেই পরিচারিকাকে আবার মারধর করা হয়।
এ নিয়ে হাইকোর্টেও প্রশ্নের মুখে পড়তে হয় পুলিশকে। বিচারপতি সেনগুপ্ত বলেন, ‘এত লঘু ধারায় কেন মামলা করা হয়েছে?’ ডেপুটি পুলিশ কমিশনারকে ২১ অগস্ট তদন্তের রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
ভারতের সাবেক অধিনায়ক পঙ্কজ দেশটির হয়ে ৪৩টি টেস্ট খেলেছিলেন। ২৪৪২ রান করেছিলেন তিনি। পাঁচটি সেঞ্চুরিও করেছিলেন। একই টেস্ট ব্যাটিং এবং বোলিংয়ে ওপেন করেছিলেন পঙ্কজ। তার ছেলে প্রণব রায়ও ভারতের হয়ে খেলেছিলেন। দু’টি টেস্ট খেলেছিলেন তিনি।