মুসলিমদের মনের কথা শুনুন : মোদির প্রতি শাহি ইমাম

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১২ আগস্ট, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে ‌’ঘৃণার ঝড়’ নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামা মসজিদের শাহি ইমাম সৈয়দ আহমেদ বুখারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি মুসলিমদের মনের কথা শোনার জন্য (‘মন কি বাত’) আহ্বান জানিয়েছেন।

সাম্প্রতিক সময়ে নুহতে দাঙ্গা এবং চলন্ত ট্রেনে রেলওয়ের এক পুলিশ সদস্যের চার ব্যক্তিকে হত্যার ঘটনা উল্লেখ করে দিল্লির ঐতিহাসিক মসজিদটির ইমাম বুখারি তার শুক্রবারের জুমার খুতবায় বলেন, প্রধানমন্ত্রী মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উচিত মুসলিম সম্প্রদায়ের বুদ্ধিজীবীদের সাথে সংলাপে বসা।

বুখারি বলেন, ‘দেশের বিদ্যমান পরিস্থিতির কারণে আমি বলতে বাধ্য হচ্ছি। দেশের পরিস্থিতি ভয়াবহ এবং ঘৃণার ঝড় দেশের শান্তির ওপর ভয়াবহ আঘাত হানতে যাচ্ছে।’

তিনি মোদির মাসিক রেডিও প্রোগ্রাম প্রসঙ্গে বলেন, “আপনি আপনার ‘মন কি বাত’ বলছেন। কিন্তু আপনার উচিত মুসলিমদের ‘মন কি বাত’ শোনা। বিদ্যমান পরিস্থিতিতে মুসলিমরা বিপদে আছে, তারা তাদের ভবিষ্যত নিয়ে উদ্বিগ্ন।’

ইমাম বুখারি বলেন, ঘৃণা ও সাম্প্রদায়িক সহিংসতা সামাল দিতে আইন ‌’দুর্বল’ বলে প্রমাণিত হয়েছে।

তিনি বলেন, ‘একটি ধর্মের জনসাধারণকে প্রকাশ্যে হুমকি দেয়া হচ্ছে। পঞ্চায়েতের বৈঠকে মুসলিমদের বয়কট করার এবং তাদের সাথে ব্যবসা না করতে বলা হচ্ছে। বিশ্বে ৫৭টি মুসলিম দেশে অমুসলিমরা বসবাস করে। কিন্তু তারা তাদের জীবন ও জীবিকা নিয়ে কোনো ধরনের হুমকির মুখে পড়ে না।’

তিনি বলেন, হিন্দু ও মুসলিমদের মধ্যকার সম্পর্ক ‘ঝুঁকির’ মধ্যে আছে। তিনি বলেন, ‘ভারতে কেন এই ঘৃণা? এমন দিনের জন্য কি আমাদের পূর্বপুরুষেরা স্বাধীনতা এনেছিলেন? হিন্দু ও মুসলিমরা কি আলাদাভাবে বসবাস করবে?’

বুখারি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সরকারের দায়িত্ব।

সূত্র : সিয়াসত

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com