৪৩ মাস পর ভারতকে হারাল ওয়েস্ট ইন্ডিজ

স্কাই নিউজ ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৩০ জুলাই, ২০২৩

স্পোর্টস ডেস্ক: ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন ওয়ানডে বিশ্বকাপে থাকছে না দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপের বাছাই পর্ব উতরাতে পারেনি শাই হোপের দল। সেই আক্ষেপকে পেছনে ঠেলে ঘরের মাঠে ভারতে বিপক্ষে ওয়ানডে সিরিজে নতুন শুরুর অপেক্ষায় ক্যারিবিয়ানরা। প্রথম ওয়ানডেতে লজ্জার হারের পর বার্বাডোজে দ্বিতীয় ওয়ানডেতে দাপটের সঙ্গে জিতে সিরিজ বাঁচিয়ে রাখল ওয়েস্ট ইন্ডিজ। বাঁচা-মরার লড়াইয়ে ৬ উইকেটের জয় পেয়েছে স্বাগতিকরা। এই জয়ে দীর্ঘ ৪৩ মাস পর টিম ইন্ডিয়াকে ওয়ানডেতে হারাল ক্যারিবিয়ানরা।

প্রথম ওয়ানডেতে মাত্র ১১৪ রানে অলআউট হয়ে লজ্জার হারের মুখে পড়ে ড্যারেন সামির শিষ্যরা। তবে বার্বাডোজে যেন অন্যরকম এক দলকে দেখল ভক্তরা। ওয়ানডেতে দীর্ঘ দিন হদরে খারাপ খেলে আসা ক্যারিবিয়ানরা অবশেষে ঘুরে দাঁড়াল।

ভারতের দেওয়া ১৮২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় ওয়েস্ট ইন্ডিজ। কাইল মায়ার্স ও ব্রেন্ডন কিংয়ের ওপেনিং জুটিতে দলীয় অর্ধশত রান পূরণ হয়। তবে মিডেল ওভারে শার্দুল ঠাকুরের বোলিং তোপে কিছুটা চপে পড়ে স্বাগতিকরা। ৫৩ রানে বিনা উইকেট থেকে দলীয় ৯১ রানে ৪ উইকেট হারায় ক্যারিবিয়ানরা।

তবে পঞ্চম উইকেট জুটিতে অধিনায়ক শাই হোপ ও ক্যাসি কার্তির ব্যাটে ঘুরে দাঁড়ায় ওয়েস্ট ইন্ডিজ। শেষদিকে আর প্রতিরোধ গড়তে পারেনি সফরকারী ভারত। হোপের অর্ধশতকে ৩৭তম ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় ক্যারিবিয়ানরা। এই জয়ে ২০১৯ সালের ডিসেম্বরের পর ভারতকে হারাল ওয়েস্ট ইন্ডিজ।

এর আগে বিরাট কোহলি ও রোহিত শর্মা ছাড়া ম্যাচে একাদশ সাজায় ভারত। ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় হার্দিক পান্ডিয়ার দল। ইশান কিশান ও শুভমন গিলের ওপেনিং জুটিতে ৯০ রান তুলে বড় সংগ্রহের বার্তা দেয় ভারত।

কিন্তু মিডেল ওভারে স্পিনার মোতি ও রোমারিও সেপার্ডের বোলিং তোপে ভেঙে পড়ে ভারতের ব্যাটিং অর্ডার। ৪১তম ওভারে মাত্র ১৮১ রানে অলআউট হয়ে যায় পান্ডিয়ারা। তিনটি করে উইকেট নেন মোতি ও সেপার্ড।

অর্ধশতক হাঁকিয়ে ম্যাচ সেরার পুরস্কার পান ক্যারিবিয়ান অধিনায়ক। বর্তমানে ১-১ ব্যবধানে সমতা বিরাজ করছে সিরিজে। তৃতীয় ও শেষ ওয়ানডে ত্রিনিদাদে ১ আগস্ট অনুষ্ঠিত হবে।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2021 Skynews24.net
Theme Dwonload From ThemesBazar.Com