ঢাকা : রাজধানীতে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
মঙ্গলবার (১৮ জুলাই) বিকেল ৩টায় রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়। শোভাযাত্রা শুরু আগেই সমাবেশে রূপ নেয় পুরো এলাকা।
সরেজমিনে দেখা যায়, মৎস্য ভবন থেকে শাহবাগ পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। খণ্ড খণ্ড মিছিল নিয়ে শোভাযাত্রায় অংশ নেন দলটির ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন শাখা, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময় তারা ব্যানার-ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে বিভিন্ন ধরনের স্লোগান দেন।
মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতারা জানান, শোভাযাত্রার ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ডে সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরা হচ্ছে। এর পাশাপাশি বিএনপি-জামায়াতের শাসনামলের নানান ‘অপকর্মের’ চিত্রও তুলে ধরছেন তারা।
শোভাযাত্রার প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ ছাড়া আরও উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম, সদস্য আবদুল আউয়াল শামীম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।
এদিকে একইদিনে রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের জেলা ও মহানগরে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।