ঢাকা : নির্যাতন-নিপীড়ন করে এই সরকার টিকে থাকতে পারবে না জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সভাপতি সুলতান সালাউদ্দীন (টুকু) বলেছেন, এই অবৈধ সরকারের নির্যাতন-নিপীড়নের সাথে যারা অন্যায়ভাবে জড়িত হচ্ছে তাদের বিচার এই বাংলার মাটিতেই হবে। আন্দোলনের মধ্যে দিয়ে এই স্বৈরাচারী হাসিনার পতন হবে ইনশাআল্লাহ।
সোমবার (১৭ জুলাই) খুলনায় ভোটাধিকার পুনরুদ্ধার, বাক স্বাধীনতা, নিরপেক্ষ বিচার ব্যবস্থা এবং মেধাভিত্তিক কর্মসংস্থান এর দাবীতে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত তারুণ্যের সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার আবারও রাষ্ট্রক্ষমতা জোর করে দখল করতে সারাদেশে বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে গুম-খুন করছে বলে অভিযোগ করেন যুবদল সভাপতি। তিনি বলেন, সরকার আরও বেশী বেপরোয়া হয়ে উঠেছে।
সুলতান সালাউদ্দীন বলেন, মানুষের ভোটের অধিকার, বাক্স্বাধীনতা ও গণতন্ত্র হরণ করা হয়েছে। এভাবে দেশ চলতে পারে না। স্বৈরাচারী কায়দায় ফ্যাসিবাদী চরিত্রে এই সরকার অবৈধভাবে ক্ষমতায় এসে মানুষের মৌলিক অধিকার হরণ করছে। বিচারের নামে প্রহসন চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দলীয়করণ করে বিরোধী দলের ওপর খুন-গুম, নির্যাতন-নিপীড়ন করা হচ্ছে।
তিনি বলেন, বিএনপি আমরা আন্দোলন করছি ক্ষমতায় যাওয়ার জন্য না। মানুষের ভোটের অধিকার আমরা ফেরত দিতে চাই। তরুনদের আমরা আহবান করব তারুণ্যের সমাবেশে যোগ দিয়ে আপনারা সফল করে প্রমান করবেন আমাদের ভোটের অধিকার আমরা বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চাই।
চলমান স্বৈরতন্ত্রের বিরুদ্ধে তরুন সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে যুবদল সভাপতি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদের এই সমাবেশ। ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত করতে আমাদের এই তারুন্যর সমাবেশ। তারেক রহমানের নেতৃত্বে গণঅভ্যুত্থানের মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়ে মানুষের অধিকার ফিরিয়ে আনা হবে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এছাড়া আরও উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, যুবদলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক এ্যাড. শফিকুল ইসলাম মনা, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম তুহিন, যুবদলের সহ-সভাপতি জাকির হোসেন সিদ্দিকী সহ খুলনা জেলা ও মহানগরের নেতারা উপস্তিত ছিলেন।